প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ
কাপাসিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে মতবিনিময় সভা
আকরাম হোসাইন হিরন কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও জনমনে স্বস্তি ফিরিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ আগষ্ট দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।
উপজেলা নিবার্হী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান, বাংলাদেশ হেফাজতে ইসলাম নায়েবে আমির আলহাজ্ব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু বক্কর মিয়া,গাজীপুর জেলা জামাতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী,জামায়াতে ইসলামের কাপাসিয়ার আমির ফরহাদ হোসেন মোল্লা, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ছাত্র আন্দোলনের পক্ষে যুবরাজ ও জুনায়েদ হোসেন,কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া ইমাম পরিষদের সভাপতি মোঃ জালাল উদ্দিন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ ওহাব খান খোকা, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি আজমল হোসেন খান, কাপাসিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা দোয়া হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com