কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি:”বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই ই আসে” এই স্লোগান কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন )দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফল মেলা উদ্বোধন করা হয় ।
উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাকিল আহমেদ , উপসহকারী কৃষি কর্মকর্তা সহ ফল চাষী কৃষক গণ উপস্থিত ছিলেন ।
মেলায় কাপাসিয়া উপজেলায় উৎপাদিত ৫০ টির বেশি জাতের ফল প্রদর্শিত হয়।