ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কাপাসিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৩

sumon
প্রকাশিত জুন ৪, ২০২২, ০৬:৫৭ অপরাহ্ণ
কাপাসিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৩
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহত হয়েছেন পিকআপের চালকসহ যাত্রী । শনিবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক জিন্নাত(২৬) কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে। যাত্রী দেলোয়ার হোসেন (২৬) একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম যুগান্তরকে জানান, অনুমানিক সকাল সাড়ে ছ’টায় রাজেন্দ্রপুর-টোক সড়কে সাল্লারবাড়ি মোড় এলাকায় ঢাকা যাওয়ার উদ্দেশে অনন্যা পরিবহনের একটি  বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২০৩৯) ও কিশোরগঞ্জে যাওয়ার পথে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-১০৫০) মুখোমুখি  সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিক আপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন এবং পিকাপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান বলে জানা যায়। ওই দুর্ঘটনায় বাসের ২ থেকে ৩ জন যাত্রী আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031