ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত 

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:৪২ অপরাহ্ণ
কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত 
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধিঃ
মনোহরদী-কাপাসিয়া সালদৈ আঞ্চলিক সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশা সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী ও এক প্রবাসী নিহত হয়েছেন।
নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী এমরান হোসেন (২৪) একই গ্রামে প্রতিবেশী আসাদুল্লাহ ছেলে কলেজ শিক্ষার্থী জহিরুল ইসলাম (২১)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে গাজীপুরে কাপাসিয়া উপজেলার সালদৈ মোল্লাবাড়ী  এলাকায় এ  দুর্ঘটনা ঘটে ।
কাপাসিয়া থানার এস আই রাশেদ মিয়া জানান, দুই যুবক কাপাসিয়া থেকে বাড়ী ফেরার পথে সালদৈ মোল্লা বাড়ী এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা সাথে ধাক্কা লাগে। এতে দুই যুবক গুরুতর আহত হয়। পরে আহত দু’জনের একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।
তিনি বলেন, লাশ দুটো উদ্ধার করা হয়েছে।  পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাইক দুটো উদ্ধার করে আড়াল তদন্ত কেন্দ্রে আনা হয়েছে, জানান এস আই সাইফুল ইসলাম।
কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন ৫ নং ওয়ার্ড  ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের বলেন, আমি নিহতের বাড়ীতে যাচ্ছি।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ডাক্তার ডালিয়া আক্তার বলেন, বাইক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031