কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কাপাসিয়া থানায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও কাপাসিয়া উপজেলার পরিষদ সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড মোঃ আমানত হোসেন খান সহ ৬১ জনের নাম উল্লেখ এবং ১০০/১৫০ অজ্ঞাত নামে বিস্ফোরক আইনে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মামলা দায়ের করেন, কাপাসিয়া উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব ও তরগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুনাইদ হোসেন লিয়ন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণ ও বাদী জানান, গত ৪ আগষ্ট সকাল ১০.৩০ টার দিকে কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ সেতু এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনার অপরাধে এ মামলা দায়ের করা হয়েছে। সিমিন হোসেন রিমি ও আমানত হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী নামে মামলা করা হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন