প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ
কাপাসিয়ায় স্কাউটের উপকরণ বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউট বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ কোথায় ৪থ পর্যায়ের প্রকল্পের অর্থায়নের স্কাউটের উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ২৮ নভেম্বর দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে স্কাউটের উপকরণ বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটে সভাপতি একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও সম্পাদক শাহ জামান মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কাউটের উপকরণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃআনসার উদ্দিন,কাপাসিয়া থানার ইন্সপেক্টর অপারেশন শেখ মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আশরাফুল আলম খান, শরিফুল আলম, প্রধান শিক্ষক এমদাদুল৷ কোষাধাক্ষ মোজাম্মেল হক, কাব লিডার মাহমুদুল হাসান, মোট ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উপজেলা স্কাউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com