ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

sumon
প্রকাশিত জুলাই ৯, ২০২২, ০৯:৩৫ অপরাহ্ণ
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কাপাসিয়া (গাজীপুর)  প্রতিনিধি :  গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় দুইজন আহত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার গাজীপুর -টোক সড়কের কাপাসিয়ার চেওরাইট এলাকায় ইলুর মোড়ে এ ঘটনা ঘটে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মৃত মতি মিয়ার ছেলে সেলিম মিয়া (৫০) ও তার ৮ মেয়ে স্কুল ছাত্রী সাদিয়া (৮) এবং একই জেলার  কটিয়াদি থানার বাট্টা এলাকার মো. রুবেলের স্ত্রী নুরজাহান (২৫)। দুর্ঘটনায় নিহত সেলিম মিয়ার স্ত্রী রেহানা এবং নুরজাহানের স্বামী রুবেল আহত হয়েছেন। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, শনিবার সকাল ১০টার  দিকে কাপাসিয়া উপজেলার গাজীপুর -টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৪/৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031