১৬ই মে ২০২২ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০২২
পবিত্র ঈদ উল ফিতর ২০২২ উপলক্ষ্যে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ’র মিউজিক ভিডিও “প্রথম কবিতা” প্রকাশিত হল।
“মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন মুজাহিদুল হক লেনিন, সুর ও সঙ্গীত পরিচালনায় ইবনে রাজন, মডলে হসিাবে অংশগ্রহণ করছেনে ফারজানা মমি, ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন।
“প্রথম কবিতা” মিউজিক ভিডিওর গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ অডিও এ্যালবাম “অধরা”হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদের গাওয়া ১২ (বারো)টি গান রয়েছে। গানগুলো হলো : “পলকে হেসে চলে যাও” গীতিকার: মুজাহিদুল হক লেনিন, সুরকার: উজ্জল সিনহা “এমন হয়না কেন” গীতিকার: মুজাহিদুল হক লেনিন , সুরকার: ইবনে রাজন “ভুলিতে পারিনা তাকে” গীতিকার: মুজাহিদুল হক লেনিন, সুরকার: ইবনে রাজন “ভালোবাসা দিয়ে তাজমহল হয়” গীতিকার: নায়না শাহরীন অন্তরা, সুরকার: বাসু দেব ঘোষ “চাঁদের জোছনায় আজ” গীতিকার: প্রসেনজিৎ ওঝা, সুরকার: নুরুল হক “কে তুমি নন্দনী” গীতিকার: মশিউর রহমান, সুরকার: আলী হোসেন “আমি লাইলীকে দেখিনি” গীতিকার: মো: শাহ নেওয়াজ, সুরকার: মো: শাহ নেওয়াজ “আমর দুঃখ বার মাস” গীতিকার: শাহীন আনোয়ার, সুরকার: মো: নজরুল ইসলাম “এখনো বেঁচে আছি” গীতিকার: নজরুল ইসলাম বাবু, সুরকার: মো: নজরুল ইসলাম “তুমি ফিরে এসেছ আবার” গীতিকার: কাওসার আহমেদ চৌধুরী, সুরকার: লাখী আকন্দহ “একে একে সব ক’টা তারা” গীতিকার: মুজাহিদুল হক লেনিন, সুরকার: মুজাহিদুল হক লেনিন “চুপি চুপি কাছে এসো” গীতিকার: মোঃ আলাউদ্দিন, সুরকার: উজ্জল সিনহা, সহশিল্পী: রুখসানা মুমতাজ গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন।
বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৩টি এ্যালবাম প্রকাশিত হয়েছে :
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ সাতটি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন: সার্ক কালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড ২০১০, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড ২০১৫, অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় ভারত ২০১৭, বীর শহীদ ধীরেন্দধনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত ২০১৭, ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা ২০১৭,রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা এ্যাওয়ার্ড ২০১৮, জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা ২০১৯।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের
মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com