২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৬
এসবিএন ডেস্ক: পোশাক কারখানা বিনা নোটিশে বন্ধের প্রতিবাদ এবং কারখানা খুলে দেয়ার দাবিতে আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানা শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আইডিএস গ্রুপের প্রতিষ্ঠান বেঙ্গল জিন্স লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষ ৫ জানুয়ারি বিনা নোটিশে কারখানাটি বন্ধ ঘোষণা করে দেয়।
শ্রম আইন অনুসারে কারখানা বন্ধ ঘোষণা করতে হলে শ্রমিকদের ১২০ দিনের বেতনসহ নানা রকম পাওনাদি পরিশোধ করার কথা থাকলেও কারখানা মালিক টালবাহানা করছেন। ফলে বাধ্য হয়ে কারখানার প্রায় ৮ হাজার শ্রমিক সকালে সড়ক অবরোধ করে।
সুয়িং অপারেটর নাজমা বেগম ও মিনার হোসেন জানান, গতকাল (সোমবার) ওই কারখানার শ্রমিকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিজিএমই ভবনে গিয়েছিলেন। বিজিএমইএ ভবনে মনসুর নামে এক কর্মকর্তা শ্রমিকদের নানাভাবে হুমকি-ধামকি দেন।
কারখানার নিরাপত্তা কর্মী আব্দুর রহমান জানান, কারখানার শ্রমিকরা রাতদিন কারখানার শিপমেন্টের মালামাল পাহারা দিয়ে চলেছে। তারা কোনো ভাঙচুর করেনি। তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে।
এদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া শ্রমিকের পাওনা আদায়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেন। অবরোধের কারণে নিকুঞ্জ থেকে বোর্ডবাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
ওসি আবুবক্কর মিয়া জানান, তিনি নিজে ওই কারখানার মালিক অবসরপ্রাপ্ত কর্নেল মুসফিকুর রহমানের সঙ্গে একাধিক বার কথা বলেছেন। মালিক বিকেলে কারখানায় আসতে চেয়েছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766