এসবিএন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বলেছেন, তার জীবনে এমন অনেক মানুষ রয়েছেন যারা তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, এদের মধ্যে কঙ্গনা রণৌতও একজন। সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
কারিনা বলেছেন, বলিউডে এমন অনেক মানুষ রয়েছেন যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। কঙ্গনাও আমাকে অনুপ্রাণিত করেছে। সে চমত্কার করছে।
কঙ্গনা রণৌতের সঙ্গে বলিউডের অভিনেত্রীদের সঙ্গে তেমন একটা যায় না। কিছু কিছু ক্ষেত্রে নায়িকাদের সঙ্গে তর্কের কথাও শোনা গেছে। এর মধ্যে কারিনা কাপুরের এরকম মন্তব্য কঙ্গনাকে হয়তো বেশ আনন্দিত করেছে।
‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা এখন বলিউডে বেশ ভালো অবস্থানে আছেন। আর এখানে আসতে তাকে অনেক কষ্টও করতে হয়েছে। ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ ও ‘তনু ওয়েডস মনু রিটানর্স’র মতো নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন কঙ্গনা। খবর: ওয়ান ইন্ডিয়া।
সংবাদটি শেয়ার করুন