কালবেলা

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

কালবেলা

– ফারহানা হোসেন

রোদেলা সময় হতে মেঘ,
কেটে যায় দীর্ঘ পথ

গদ্যে পদ্যে কেটে যায় বহুদূর বহুযুগ।
এভাবেই দ্রুত গড়িয়ে যায় আমাদের কালবেলা,

 

অভিমানে অনাদরে বলা হয়ে ওঠে না আমাদের কত না বলা কথা!
তবুও অলস সময় গড়িয়ে যায়,

বোঝা হয় না একে অপরের ভাষা বোধ, তারপরও অপেক্ষা..