এস এম আব্দুল্লাহ সউদ কালাই উপজেলা প্রতিনিধি:
‘তামাক নয় খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ মে সকাল ১১টায় একটি বন্যার্ঢ্য বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান কর্মকর্তা তারেক রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম,কালাই মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজার রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোজাম্মেল হোসেন,কালাই থানার এস আইন আলাউদ্দিন, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকরব আলী,কালাই প্রেসক্লাবের সভাপতি শাহারুল আলম,কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার দিনকে দিন জনস্বাস্থ্যের জন্য হুমকির মাত্রা বাড়িয়ে তুলেছে। তামাকের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার, ডায়াবেটিকস্, এজমাসহ নানা রোগ বাড়ছে। এসব রোগ প্রাণঘাতী, চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।তাই আসুন আমরা তামাকের কুফল সম্পর্কে নিজেরা সতর্ক হই এবং আমার ভবিষ্যত প্রজন্মকে তামাক এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করি।
সংবাদটি শেয়ার করুন