৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
নিউজ ডেস্ক এডি পিনবঃ-
সিলেটের ধামাইল প্রেমী মানুষদের মুখে মুখে ধ্বনিত শ্রোতানন্দিত গান কালার বাঁশি। বিয়ে বাড়িতে গাঁয়ে হলুদ ধামাইলে বেজে ওঠে কালার বাঁশির গানের সুর
এবার কালার বাঁশি গানের শ্রোতাদের ভালবাসার পর আবারো একই আদলে নতুন ভাবে প্রকাশিত হলো কালার বাঁশি ২ শিরোনামের গান। কালার বাঁশি ২ গানের গীতিকার বিপুল চন্দ, যিনি কালার বাঁশি গানটিরো গীতি রচনা করেছিলেন। প্রচলিত সুরের মূর্চনায় গানটির কন্ঠে রয়েছেন কালার বাঁশির সেই কণ্ঠশিল্পী কেশব মজুমদার। কালার বাঁশি ২ গানের সঙ্গীত পরিচালনা করেছেন দেবাশীষ দে পল্লব।
কালার বাঁশি ২ গানটির চমৎকার ভিডিওর পরিচালক হিসেবে ছিলেন সমরজিৎ দে (ভারত), অসাধারণ গানের ভিডিওতে অভিনয় করেছেন জয়পুর আসাম এর চারজন নৃত্যশিল্পী।
গানটির প্রকাশনা প্রতিষ্ঠান Ahona Music Station.
আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়াতে গীতিকার বিপুল চন্দ এবং কেশব মজুমদার জানান যে আমরা সব সময় চেষ্টা করি ভাল কিছু কাজ করার,কালার বাঁশি ধামাইল গানটি ভাইরাল হওয়ার পর থেকে শ্রোতাদের কাছ থেকে কালার বাঁশি ২ করার জন্য অনেক অনুরোধ আসে। তাই দুজন মিলে বিষয়টি নিয়ে আলাপ করেই কালার বাঁশি ২ করার সিদ্ধান্ত নেই।
গানটির কথামালার সংযোজনে সঙ্গীত পরিচালক দেবাশীষ দে পল্লবদা অনেক সহযোগিতা করেছেন। ভাইরাল হলো কি, হলো না তা অবশ্যই বড় বিষয় না। তবে আমরা চাই গানটি সবার কাছে যেন পৌঁছে যায়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com