ঢাকা ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কালিগঞ্জে বিএনপির নেতাকে পিটিয়ে হত্যা 

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৯:০০ অপরাহ্ণ
কালিগঞ্জে বিএনপির নেতাকে পিটিয়ে হত্যা 
তৈয়বুর রহমান (কালিগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড সভাপতি এস এম ইমদাদুল হক আকলু (৬০) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার মুক্তারপুরের নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এস এম ইমদাদুল হক আকলু মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন।
মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমার জানান, এসএম ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশ্যে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সাথে সাথেই আওয়ামী লীগের লোক দলবল নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031