কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃস্থ ও অসহায় ৫শ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজিন করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, লবন, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনে গুড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুবকর চৌধূরী, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রমুখ। এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা খাবার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com