২৮শে জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ২২, ২০২২
তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ট্রেন—পিকআপ সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে।
নিহতরা হলেন—কালীগঞ্জ সদর থানার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের গ্রামের রাফির ছেলে পিকআপ চালক জাকির হোসেন (২৫), একই গ্রামের জাকিরের ছেলে মৃদুল (১৫), সিদ্দিক পাগলা, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার শাহী মসজিদ এলাকার সিদ্দিক পাগলার ছেলে লিটন (৪৫) প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি গাজীপুর মহানগরীর পূবাইল বাজার থেকে তালের শাঁস বহন করে নারায়ণগঞ্জের বন্দর যাচ্ছিল।
পথে নলছাটা রেলক্রসিং অতিক্রম করার করার সময় ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে পিকআপ ভ্যানটি পড়ে যায়। টেনে হিঁচড়ে নিয়ে গেলে পিকআপে থাকা তালের শাঁস ব্যবসায়ী, হেলপার ও চালক নিহত হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। পরে আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
Sumon Suddha
Contact: 01710010218
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com