গাজীপুরের কালীগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যুব সমাজ এবং স্থানীয় প্রশাসনের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ইয়ুথ ফোরাম ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়রের (ডরপ) যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহীর সভাপতিত্বে ও ডরপের প্রোগ্রাম কো-অডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন।
এ সময় যুব ফোরাম, মা সংসদ, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, ডরপের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।