গাজীপুরের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম ইমাম রাজী টুলু।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে তাসনিম ঊর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-ই-এলাহী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, কালীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) মোহাম্মদ মিলন মিয়া ডরপ-তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের এ্যডভোকেসি কর্মকর্তা তরুন কান্তি দাশ প্রমুখ।
এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।