module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (0.5381944, 0.5381944); ?modeInfo: ; ?sceneMode: LLHDR; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (0.5381944, 0.5381944);
modeInfo: ;
sceneMode: LLHDR;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন ৮ নং ওয়ার্ড সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠি হয়েছে।
শুক্রবার বিকেলে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাংগালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ,ক,ম মোফাজ্জল হোসেন।
খেলাটি উদ্বোধন করেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার ও কালীগঞ্জ ট্রাভেলস্ এর প্রোপ্রাইটার আওলাদ হোসেন ভুইয়া।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার আকন্দের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফিজ উল্ল্যাহ, বিএনপি নেতা- ওসমান আলী শেখ, রুস্তম আলী আকন্দ, হুমায়ুন কবির খাঁন, হাবিবুর রহমান, আবু তালেব, মমিন উদ্দিন প্রমুখ।
খেলায় লেজেন্ড এলিভেন ১ গোলে কিংস এলিভেন পরাজিত করেন। পরে প্রধান অতিথি উভয় দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করুন