তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জে বিল থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া উত্তর পাড়া আবুল বাশার মোড়লের বাড়ী সংলগ্ন বিলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় বরাইয়া উত্তর পাড়া আবুল বাশার মোড়লের বাড়ী সংলগ্ন বিলে কচুরিপানার নিচ থেকে দূর্গন্ধ আসছিল। পরে আশপাশের লোকজন ওইখানে গিয়ে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পায়।
পরে বিষয়টি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খানকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম তার সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সোমবার রাত আনুমানি সাড়ে ১১ টার দিকে অজ্ঞাত ওই যুবকের গলিত লাশ উদ্ধার করে। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরন করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম স্থানীয়দের বরাদ দিয়ে বলেন- আনুমানিক ২৫ দিন আগে এলাকায় একটি পাগল গুরুগুড়ি করতে দেখে স্থানীয়রা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গলিত ওই লাশটি ১৫-২০ দিনে আগের। তবে নিহত ওই লাশটি পাগলের বলে অনেকে ধারনা করছেন। তার পরনে সাদা রংয়ের পঞ্জাবী ও পায়জামা ছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন- খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com