তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সেন্ট্রাল ডিবেটিং সোসাইটি’র আয়োজিত বিতর্ক কর্মশালা শনিবার বিকেলে সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বর্তমান সহকারী এটর্নি জেনারেল ও কালীগঞ্জ সেন্টাল ডিবেটিং সোসাইটি’র সভাপতি জাহিদ আহমেদ হিরু’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মিজানুর রহমান, জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু আনন্দ চন্দ্র দাস, কালীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম, সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার বীনা খ্রিস্টিনা রোজারিও।
উক্ত কর্মশালায় কালীগঞ্জ মহিলা কলেজ, সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক সহ সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যদিয়ে কর্মশালার সমাপ্তি হয়।
সংবাদটি শেয়ার করুন