২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ৩, ২০১৯
নাসরিন সিমি
শূন্যতাকে ঘিরে কয়েক ফোঁটা নোনা জল
আর প্রেমটাকে বিষাদময় কিউপিডের তীর
রক্তক্ষরিত হৃদয় স্থিরবিন্দুতে নিমজ্জিত হলে
পাখিটা ডানা মেলে এসে থামে রেইনট্রি বৃক্ষে
ঝরঝর শব্দের ঘোর লাগা বৃষ্টির কোলাহল
কেটে যায় কতগুলো প্রেমময় ওষ্ঠের কাঁপুনি
তখন পৃথিবীর অচেনা কোথাও লুকিয়ে যেতে
যেমন তোমার বুকের ভেতর খুব ইচ্ছে করে।
পাঁজরে ঘূর্ণিঝড়ের শো শো শব্দ টের পায়না
কোথাও আবহাওয়া সতর্কতা কোন সংকেত
শুধু আমি টের পাই কতটুকু উড়ে গেছে ঝড়ে
কতটুকু জুড়ে রয়েছে কিউপিডের তীর বেঁধে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766