কিভাবে বিখ্যাত হব বা হওয়া যায়
একথা ভাবতে ভাবতে আমাদের পাড়াতুতো ছোট মামা
সমুদ্রে ডুবুরী হলেন আর আমরা বড় হতে হতে তার উপর সচিত্র কাভার স্টোরি
পড়লাম একবার একটি বড় পত্রিকায়- তারপর হারিয়ে গেলেন তিনি,
আমাদের দু’জন বন্ধু ও দু’জন বান্ধবী অনেক কাঠ-খড় পুড়িয়ে হলো পর্বতারোহী-
তারাও ক’দিন প্রদর্শিত হল পত্র-পত্রিকায়।
মা’র এক বান্ধবী সত্যি সফল হয়েছেন এক বড় দাতব্য প্রতিষ্ঠান খোলায়
এবং তিনিও বিখ্যাত হয়েছিলেন কিছুদিন।
অপর এক পাড়াতুতো কাকী ভরত নাট্যমের বিখ্যাত নাচিয়ে হবেন বলে
বরের সাথে লাগলো গ্যাঞ্জাম- তিনি চলে গেলেন দেশ ছেড়ে উড়িষ্যায় নাচ শিখতে-
এখন দেশে ফিরে নাচের প্রতিষ্ঠান খুলেছেন-
মাঝে মাঝে তাকে দেখা যায় টিভি পর্দায়…
আমাদের বন্ধুরা কেউ গবেষক হলো- কেউ লেখক বা বিজ্ঞানী-
তবে এইসব দূরূহ পথে বিখ্যাত হওয়া বেশ কষ্টকর।
অবাক কৌতূহলে আমরা একদিন জানতে পাই
অন্যভাবেও বিখ্যাত হওয়া যায়।
একজন ছিনতাইকারীও পরপর কয়েকটা বড় ছিনতাই করে বিখ্যাত হতে পারে।
মানুষ হত্যা করে বা স্টেশনে বোমা ফেলে-
পর্ণো ভিডিও চিত্রে অভিনয় করে বিখ্যাত হওয়া যায়।
সিনেমার নায়ক-নায়িকারা ঘন ঘন সঙ্গী পাল্টে বিখ্যাত থেকে বিখ্যাততর হয়।
লিজ টেলরের আটটি বিয়ে ও মাদার তেরেসার বিবাহহীণ জীবন- দু’টোই বিখ্যাত ও আলোচিত।
তবু- দিন শেষে কুঁকড়ে গিয়ে উপলব্দি করি
আমাদের সময়ে কেউ পনেরো মিনিটের বেশি বিখ্যাত কিছুতেই হতে পারবে না-
কোনভাবেই না।
সংবাদটি শেয়ার করুন