ফাহমিদা নবী
একজন নারী হিসেবে,
একজন মানুষ হিসেবে
বলতে চাই…
সব মানুষকে খুশী করা খুবই কঠিন কাজ।
কে আসলে কিসে খুশী হয়
সেটা তার নিজের ব্যাপার।
কিন্তু যারা মেধা দিয়ে কাজ
মানুষের সামনে নিয়ে আসে
তাদের অনেক চিন্তা ভাবনা করে
সামনে আসতে হয় ।
তাতে তাদের কাজটি কতোটা বিনোদিত করতে পারলো
সেটা কিন্তু একজন মেধা সৃষ্টিশীল কর্মির বিবেচ্য বিষয় হতে পারেনা।
হতে পারে সে কতোটা সৃজনশীল কাজ তুলে ধরলো!
মানুষ বা দর্শক তাতে কতোটা আনন্দ পেলো তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ বিষয় হলো , সে কতোটা সচেতন একটা বার্তা পেলো। সবার কাছ থেকে সবাই শুধুই বিনোদিত হতে চায়না।
চায় কিছু রুচিশীল , সচেতন বার্তা যা হয়তো তার জীবনেও ভালো কিছু বয়ে আনবে।
কারন কেউ যখন কাওকে তার রোল মডেল বা উদাহরণ ভাবতে চায় ,তখন সে তার রোল মডেলের জীবন কে ফলো করে,
সেখানে বিনোদনটাই বড় বিষয় নয়।
বড় বিষয় এই মানুষটার যাপিত জীবন কেমন,সাধারন কিন্তু অর্থপূর্নতাই মূলত আগলে ধরে। সম্মানের শুরুটা সেখান থেকেই শুরু হয়।
বর্তমান সময়ে সবাই সবাইকে দেখে থাকে প্রযুক্তির কারনে । মন বিচারক ঠিকই সবটাই
ভাবায়। সুতরাং ভাবনা তৈরী করা আমার কাজ।
তাই কিসে মানুষ সবসময় খুশী হবে সেই চিন্তা করা সৃষ্টিশীল মানুষের বিবেচ্য বিষয় নয়।
বিষয় হলো কি আমি সমাজের জন্য কি প্রতিফলন ফেলতে পারছি সেটাই বিষয় আমার কাছে।
আমি সব সময় চাই আমার দ্বারা মানুষের
চেতনা জাগ্রত হোক, সচেতনা বাড়ুক,
ধারায় বিশ্বাস গ্রহনযোগ্য হোক।
উপকারে যেন আসি।
সারজীবন চেয়েছি অল্প শ্রোতা হলেও
অসুবিধা নাই, কিন্তু ভালো গানের
শ্রোতাই আমি তৈরীতে ব্যস্ত থাকবো।
চেহারার চেয়ে ব্যক্তিত্ব বেশী প্রয়োজনীয় শর্ত।
বয়স বাড়ার বিষয় , বয়সের সৌন্দর্য একেক সময় একেক রকম। কোন দূর্বল চিত্ত কাজ করেনা আমার।সব সাধারন চলন্ত বিষয়কে ভালবাসি।
বাস্তবতা আর কঠিনের সাথে সখ্যতা কে হাসি মুখে নিয়ে চলতেই আমার আনন্দ এবং সংগ্রামের জয়।
উদ্দেশ্য সাধারন,সহজ এবং ইতিবাচক।
কিছু মানুষ এমনই ,.
ফাহমিদা নবী : সংগীত শিল্পী
সংবাদটি শেয়ার করুন