৪ঠা মার্চ ২০২১ ইং | ১৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
কাজী কনক সিদ্দিকা
নিশ্চিন্তে পরম আনন্দে করেছ বশ,
তার পর কঠিন শোষণে শুষে নিয়েছো
জীবনের সবটুকু রস।
এর পর পানের পীচের মত থু থু করে
উগ্রে দিলে সবটুকু,
ব্যাথায় লাল টুকটুকে হলো রং,
তুমি বড্ড বেশী কঠিন একজন।
এমাজান জঙ্গলের রক্তচোষা একর্নিক ফুলের মত ফুটে শুষে নেও রক্তরস মনের,
ফ্যাকাসে জীবন ধরিয়ে দিয়ে বল,
তুই একটা নষ্ট মেয়ে।
ভালোবাসলে একটু তো নষ্ট হতেই হয়
আমি না হয় একটু বেশী,
সকল আব্দার পূরণে যদি কেউ নষ্ট হয়
তবে কী সেটাই প্রেমের পরাজয়?
কী কঠিন তুমি!কী কঠিন তোমার চোয়াল ,
উগ্রে ফেলো তৃপ্তির সব আয়োজন,
টগবগে মনে ঢালো পাথরের ঝর্ণা,
গড়াতে গড়াতে ক্ষত তৈরী করাও অগনিত।
রাতের কালোকে মনে হয় সব চাইতে আপন
ঢেকে রাখার জন্য,কষ্টের প্লাবন,
তোমার কঠিনের কাছে হার মানা রাত
ভোর কে ভয় পায় বলতে সুপ্রভাত ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766