২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৬
এসবিএন ডেস্কঃ জ্যাকেট পরে, ঘরে ঘুমোয়, বাইকে চড়ে, রেস্তোরাঁয় যায় আবার মাঝেমধ্যে চেয়ারে বসে ল্যাপটপেও চোখ বোলায়।
এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই তো! কিন্তু, এটাই যদি ৬ ফুট দৈর্ঘ্যের একটি কুমির করে?
এমন অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন ফ্লোরিডার লেকল্যান্ডের বাসিন্দা ম্যারি থর্ন। কুকুর বা বিড়াল নয়, একটি কুমিরকেই পোষ্য বানিয়েছেন তিনি। র্যাম্বো। বয়স ১৫ জল ছেড়ে শুধু ডাঙায় নয়, একেবারে হয়ে উঠেছে ম্যারি থর্নের পরিবারের একজন সদস্য। থর্নের চোখে র্যাম্বো এখন আর কুমির নয়, মানুষেরই মতো।
তার এই পোষ্যকে সঙ্গে রাখতে সাহায্য করার জন্য বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। কারণ, কয়েক দিন আগে থর্নকে কুমিরটির জন্য নতুন বাসস্থানের ব্যবস্থা করতে বলেছে ফ্লোরিডা ওয়াইল্ডলাইফ কমিশন।
এই ছোটো কুমিরটিরই দৈর্ঘ্য একসময় ১১ ফুট পর্যন্ত যেতে পারে। অস্বাভাবিক হারে বাড়তে পারে ওজন।
কিন্তু, র্যাম্বোকে কাছছাড়া করতে চান না থর্ন। তবে তার কাছে আরও তিনটি কুমির ছিল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে এর মধ্যে ৩টিরই মৃত্যু হয়। একমাত্র বেঁচে যায় র্যাম্বো।
তারপর থেকেই পরিবারের এক সদস্য হিসেবেই তাকে মানুষ করেছেন থর্ন। প্রশিক্ষণও দিয়েছেন সেই মতোই। ফলে বাড়িতে কোনো অতিথি এলে বিরক্ত না করে নিজের মতোই থাকে র্যাম্বো। শিশুদেরও সে যথেষ্ট ভালোবাসে বলে জানিয়েছেন থর্ন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com