টাইমস নিউজ
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি। নিহতের নাম এরশাদ আলী বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, আন্দোলনকারীরা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়েতে বিক্ষোভ করার এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির পুরাতন ভবন ঘেরাও করে এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এসময় পুলিশ তাদের প্রতিহত করতে চাইতে বিক্ষোভাকারীরা এরশাদ আলীকে টেনে হিঁচড়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় অন্য পুলিশ সদস্যরা ছাদে উঠে গেলেও এরশাদ আলী ভিড় থেকে নিজেকে বের করতে পারেননি।
এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষোভকারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন লাগিয়ে দেয়।
সেইসাথে তারা পুলিশের একটি প্রাইভেট কার ও রেকারে আগুন দেয়।
সংবাদটি শেয়ার করুন