৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
কুমিল্লায় বিএনপির গণসমাবেশের মঞ্চে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে।
এছাড়া চেয়ারের দু’পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের চেয়ার রাখা হয়েছে।
শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা টাউন হল মাঠে আসছেন। পরো কুমিল্লা সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, হাজার হাজার নেতাকর্মী কুমিল্লামুখী হয়েছেন। সড়কগুলোতে এখন নেতাকর্মীদের ভিড়।
এছাড়া মাঠে রয়েছন চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লার ১৭টি উপজেলার বিএনপির নেতাকর্মীরা।অনেকেই শীতের রাতকে উপেক্ষা করে দু’দিন আগে থেকেই মাঠে আসতে শুরু করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com