বিনোদন ডেস্ক: ধুতি আর কুর্তা পরে নাকি হকি খেলবেন অক্ষয় কুমার। তালাশ ছবির পরিচালক রিমা কাগতি সোশ্যাল মিডিয়াতে একট পোস্টের মাধ্যমে এমন কথাই জানিয়েছেন। রিমা পরিচালিত ‘গোল্ড’ ছবিতে অক্ষয় হকি কচের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি ১৯৪৮ এর অলিম্পিক নিয়ে তৈরি।
লন্ডনে ১৪ তম অলিম্পিক যেবার ভারত জিতেছিল সেই প্রেক্ষাপটেই তৈরি এই ছবি। ব্রটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর দেশের কাছে এটা বড় সাফল্যের ছিল। অক্ষয় ধুতি আর কুর্তা পরা এক হকি কোচের ভূমিকায় অভিনয় করবেন।
অক্ষয়কে এর আগেও দেশি পোষাকে দেখেছেন দর্শকরা। কিন্তু এই প্রথম এই স্পোর্টস্যড্রামাতে অক্ষয়কে ধুতি কুর্তা পরে খেলতে দেখা যাবে। ছবিটির শুটিং শুরু হবে এই বছরের জুলাই-অগাস্ট এর মধ্যে। ২০১৮-র ১৫ অগাস্ট ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন