ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কুলাউড়ায় একাধিক ডাকাতি অস্ত্র মামলার আসামি আছকির গ্রেফতার

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৭, ২০২৩, ০৩:২০ অপরাহ্ণ
কুলাউড়ায় একাধিক ডাকাতি অস্ত্র মামলার আসামি আছকির গ্রেফতার

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি অস্ত্র মামলার আসামি আছকির আলী (৩৬)কে গ্রেফতার করে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ জুন) রাতে কুলাউড়া থানার এএসআই(নিরস্ত্র)/তপন দেব, এএসআই(নিরস্ত্র)/মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত বাঘজুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আছকির আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আছকির আলী জিআর নং-১৯৬/১৯(কুলাউড়া), জিআর নং-১০০/১৯(শায়েস্তাগঞ্জ)সহ একাধিক ডাকাতি, অস্ত্র মামলাসহ গুরুতর অপরাধের সাথে জড়িত বলে পুলিশ সুএে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী, আছকির আলী (৩৬), পিতা-আব্দুল কুদ্দুস, সাং-বাঘজুর, ১১নং শরীফপুর ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।

আজ মঙ্গলবার (২৭ জুন) সকালে গ্রেফতারকৃত আসামী আছকির আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031