কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের ট্রাক্টর উলটে রাস্তার খাদে পড়ে সাগর দত্ত (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ওই গ্রামের মৃত সুবল দত্তের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার( ২২ জুন) সকাল ১১টার দিকে নিজের ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে বের হন সাগর। এ সময় ট্রাক্টরটি ঘোরাতে গেলে রাস্তার খাদে ট্রাক্টর উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন