
কপিল দেব:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ আতিকুর রহমান আতিক (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর ) রাত ৮:১০ মিনিটে কুলাউড়া পৌরসভার বাদশাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কুলাউড়া থানার এসআই(নিরস্ত্র)/দেবাশীষ তালুকদার সঙ্গীয় এএসআই(নিরস্ত্র)/মোঃ রুমান মিয়া, এএসআই(নিরস্ত্র)/মোঃ বাবুল মিয়া, ও ফোর্স মোঃ মাসুদ কাওছার চৌধুরী, মোঃ মোশারফ হোসেন এর সহায়তায় কুলাউড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বাদশাগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেট এর সামনে জ্যোৎস্না ভেরাইটিজ ষ্টোর নামক দোকানে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পকেট থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬,১৪০ টাকা ও গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আতিকুর রহমান আতিক কুলাউড়ার ০৪নং জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামের মোঃ আব্দুল খালিক এর ছেলে।
মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।