রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চারটি (০৪) চোরাই গরুসহ ছয়ফুল মিয়া(৫০) নামে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৪ মে) কুলাউড়া থানাধীন হাশিমপুর এলাকায় আটককৃত ছয়ফুল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই গরুসহ তাকে আটক করা হয়।
গোপন সংবাদের পুলিশ জানতে পারে ১৩ নং কর্মধা ইউনিয়নের হাশিমপুর গ্রামে জনৈক ছয়ফুল মিয়ার বাড়ির গোয়ালঘরে ০৪ টি চোরাই গরু রয়েছে। পরবর্তীতে বুধবার বিকেলে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ০৪ টি গরু জব্দ করে।
আটককৃত ছয়ফুল মিয়া এই ০৪ টি গরুর মালিকানা সংক্রান্ত কোন সঠিক তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক এক আসামির যোগসাজশে গরুগুলো চুরি করে আনা হয়েছিল মর্মে সে স্বীকার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, চোরাই গরুগুলোর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আটককৃত ছয়ফুল মিয়াসহ পলাতক এক আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৪১১/১০৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন