রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে (০১) এক কেজি গাঁজাসহ ময়জুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২০ মে) সন্ধ্যায় কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার এলাকা থেকে ময়জুল ইসলামকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ০৬.১৫ ঘটিকার সময় কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন ০৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুহনা এলাকার মিশন হাসপাতাল রোডের বায়তুল আমান মসজিদের সামনে থেকে তাকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির হাতে থাকা একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত ময়জুল ইসলাম কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর গ্রামের মৃত মন্তর মিয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন