রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউনিয়নে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নিজাম উদ্দিন টিপু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাতে শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর(বেরীগাঁও) সাকিনস্থ মনু নদীর চাতলা ব্রীজের উপর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই(নিরস্ত্র)/বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে একটি কালো রঙের পলিথিনের ভেতর থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত নিজাম উদ্দিন টিপু (২২), পিতা-মোঃ নাজির উদ্দিন, সাং-সঞ্জরপুর(বেরিগাঁও), থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন