কুলাউড়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

কুলাউড়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

কপিল দেব:

 

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১। সালাউদ্দিন এবং ২। রাজু রবিদাস নামে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

সালাউদ্দিন ৬ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ এবং রাজু রবিদাস ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি।

 

সোমবার (২৭ মার্চ) রাতে কুলাউড়া থানার এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে ২০১৫ সালের কুলাউড়া থানার জিআর ০১/১৫ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে পেনাল কোডের ৩২৬ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড; পেনাল কোডের ৩০৭ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৪৪৮ ধারায় ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

সোমবার (২৭ মার্চ) কুলাউড়া থানার অন্য এক অভিযানে এএসআই রায়হান কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানার জিআর ৫৬/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি রাজু রবিদাসকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত রাজু রবিদাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

আজ মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।