১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৫
এসবিএন নিউজ, কুলাউরা থেকে ফাহিম মোরশেদ:
মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একেএম শফি আহমদ সলমান শুক্রবার কুলাউড়া ডাকবাংলো মাঠে এক জনসভায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচণী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু আহবাব চৌধুরী শাহজাহানের সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ছামাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সাবেক এ্আইজিপি সৈয়দ বজলুল করিম, ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, শ্রমিকলীগের সভাপতি সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, সেই ধারার প্রতিক হচ্ছে নৌকা। পৌর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে সেই উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে তিনি কুলাউড়া পৌরবাসীকে আহ্বান জানান। আগামী ৩০ ডিসেম্বর কুলাউড়ার পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগে নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে পারলে তার পাশে থেকে পৌরবাসীর উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করতে পারবো।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766