২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৫
এসবিএন নিউজ, কুলাউরা থেকে ফাহিম মোরশেদ:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় একটি আকস্মিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। সড়ক দূর্ঘটনায় লাইলী বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলা নিহত ও তাঁর ছেলে আকমল হোসেন (৩২) গুরুতর আহত হয়েছেন। ২১ ডিসেম্বর সোমবার দুপুর ১টার দিকে কুলাউড়ার স্কুল চৌমহনী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত লাইলী বেগম উপজেলার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মৃত আপ্তার আলীর স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের আলালপুর এলাকায় হাজিপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-২৯৩৪) সাথে কুলাউড়া থেকে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-৮১৯৯) মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই লাইলী বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাইলী বেগমকে মৃত ঘোষণা করেন ও তাঁর ছেলে আকমল হোসেনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766