ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদেরম ডিজিটাল সেবা পরিদর্শন করেছেন যুগ্মসচিব

redtimes.com,bd
প্রকাশিত মে ২২, ২০২২, ০৯:৫৯ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদেরম ডিজিটাল সেবা পরিদর্শন করেছেন যুগ্মসচিব

কপিল দেব বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বাংলাদেশের প্রথম অনলাইন ডিজিটাল প্রাণিসম্পদ সেবার প্লাটফর্ম “bdvets.com”এর কার্যাবলী পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খাঁন।
আজ রবিবার (২২ মে) প্রাণিসম্পদ কার্যালয় পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-৫) আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ ও মৌলভীবাজার সহকারী প্রোগ্রামার আবু কায়সার।

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ পরিদর্শনকালে যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খাঁন কুলাউড়ায় ডিজিটাল প্রাণিসম্পদ সেবার প্লাটফর্ম কার্যাবলীতে সন্তোষ প্রকাশ করে সরকারের অনলাইন ডিজিটাল প্রাণিসম্পদ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, এ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে সারা বাংলাদেশের ১১৮টি উপজেলার ৩৩৩২ জন খামারি সেবা নিয়েছেন। এছাড়া ২৯২ টি উপজেলার ৮৮৪ জন ভেটেরিনারিয়ান স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে খামারীদের সেবা দিয়ে আসছেন। এর মাধ্যমে খামারীরা ঘরে বসে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানগণের সেবা পাচ্ছেন।
তিনি আরও জানান, হাতের মুঠোয় প্রাণিসম্পদ সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে নিজ উদ্যোগে এ সেবা চালু করা হয়। এতে খামারির কর্মঘন্টা, যাতায়াত ব্যয় ও অর্থের সাশ্রয় হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া ডেইরী ফার্মারস অ্যাসোসিয়েশন সভাপতি সহকারী অধ্যাপক এএনএম আলম, ডেইরী খামারি শুভেন্দু সিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031