২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপি’র কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাসদের যোগদান ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত দৌলতপুর উপজেলা জাসদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন। সভাপতিত্ব করেন, জাসদের পিয়ারপুর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সহ সভাপতি আজিবার রহমান, শ্রী অসিত কুমার সিংহ রায়, আরতী রানী সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম আনছার আলী, বসির উদ্দীন বাচ্চু, সহির উদ্দীন, আশিকুর রহমান ছবি চেয়ারম্যান, আশরাফুল ইসলাম মাষ্টার, মঈনুল হক, চাঁদ মহাম্মদ, রাকিবুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কালাম আজাদ, মাহাবুল হক প্রমূখ। সভাশেষে ইস্্রাইল ও আতিয়ারের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা কর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাসদে যোগদান করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com