শরিফুল হক পপি, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আন্তজার্তিক স্বেচ্ছাসেবক দিবস-২০২২ পালিত হয়েছে।
আজ সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- Believe in the power of Kindness.
এই পতিপাদ্যের আলোকে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সন্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু, সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মো: আসগর আলী, কার্যনির্বাহী সদস্য মোঃ মুকুল হোসেন,মোঃ আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু, সাজেদা হোসেন এবং সেলিম আহমেদ, ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান শাহীন, যুব প্রধান মেহেদী হাসান জয় এবং যুব রেড ক্রিসেন্টর সদস্যসহ সাংবাদিক প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভায় ইউনিটের সেক্রেটরী মহোদয় বলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট সবসময় নিজেদের দক্ষ স্বেচ্ছাসেবকদের সমন্ময়ে যেকোন দুর্যোগে মানবিক সেবামূলক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে আসছে। সংগঠনটির ব্যাপ্তি যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এজন্য যুব সদস্যদের কার্যক্রম আরোও গতিশীল করে, মানবিক কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেন নেতৃবৃন্দ। এর আগে একটি বর্ণিল শোভাযাত্রা র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সংবাদটি শেয়ার করুন