স’লিপকঃ
মৌলভীবাজার সদর উপজেলার কেশবচরে এলজিইডির বাস্তবায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
রোববার (২৮ মে) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা এবং নবীগঞ্জ উপজেলার সংযোগ স্থাপন গার্ডার ব্রিজ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী।
এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, ব্রিজের ঠিকাদার লিটন রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।
নেছার আহমদ এমপি তাঁর বক্তব্যে বলেন- দীর্ঘ কাংঙ্খিত এ ব্রিজটি নির্মাণের ফলে মৌলভীবাজার জেলা সদর এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যোগাযোগ স্থাপন হয়েছে। ফলে এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাক্ষেত্রে এই ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে।
সংবাদটি শেয়ার করুন