কেন্দুয়ায় অটোরিক্সা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা দুই চোর,থানায় সোপর্দ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

কেন্দুয়ায় অটোরিক্সা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা দুই চোর,থানায় সোপর্দ

মোঃ জাহিদুল আলম,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় চালককে চেতনা নাশক খাইয়ে অটোরিক্সা চুরি করতে গিয়ে হারুন মিয়া ওরফে ফারুক ও শাহ আলম নামে দুই চোর   জনতার হাতে ধরা খেয়েছে। ধৃত হারুন মিয়া ওরফে ফারুক (৩৬) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শাহ আলম (২৫) একই উপজেলার দিঘালিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মামলা এজাহার সুত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার জাওলা গ্রামের তাজিম উদ্দিন একজন অটোরিকশা চালক। শনিবার ( ২৫ মার্চ) সন্ধ্যা রাতে ধৃত চোরের দল আটপাড়া উপজেলার তেলীগাতি বাজার থেকে কেন্দুয়া যাওয়ার কথা বলে গাড়িতে উঠে। ওই গাড়ির পেছনে পেছনে চোরচক্রের একটি সিএনজিও ছুটে।বলাইশিমুল ইউপির গোপালপুর বাজারে কাছে এসে অটোচালকে কৌশলে চেতনা নাশক খাইয়ে অচেতন করে ফেলে। পরে চোরের দল অটোচালকে সিএনজিতে তুলে নিয়ে গিয়ে একটি ব্রীজের ওপর ফেলে যাওয়ার সময় পথচারীদের সন্দেহ হয়।

 

এসময় ধাওয়া দিয়ে মামলার ১ নং আসামী হারুন মিয়া ওরফে ফারুক ও ২ নং আসামী শাহ আলমকে আটক কেন্দুয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় অটোচালকের স্ত্রী রেখা আক্তার বাদী কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে আরো কয়েকজনকে। এদিকে আহত অটোচালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।রোববার (২৬ মার্চ) রাতে মামলা দায়েরের পর দুই চোরকে আদালতে সোপর্দ করেছেন কেন্দুয়া থানা পুলিশ।

কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান,মামলার ১ নং আসামী হারুন মিয়া ওরফে ফারুকের নামে বিভিন্ন থানায় অটোরিকশা চুরির আরো ৫টি মামলা রয়েছে। অন্য আসামীদের ধরতে  অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

June 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930