মোঃ জাহিদুল আলম কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় দুইটি গরুসহ দুই চোরকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
রবিবার(২১ মে) ভোরে উপজেলার সাহিতপুর বাজারের পাশে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কেন্দুয়া উপজেলার বেজগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোবারক(২১) এবং অন্যজন হলেন একই উপজেলার পুবাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন( ২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মোবারক ও সুজন সহ কয়েকজনের একটি সক্রিয় চোরচক্র রবিবার(২২ মে) ভোরে কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারের পাশ দিয়ে গরুগুলো চুরি করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। বিষয়টি সন্দেহ হলে সাহিতপুর বাজারের পাশে সাধারণ জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করলে চুরির কথা স্বীকার করেন তারা।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক শফিউল ইসলাম বলেন, ‘চুরি হওয়া দুটি গরুসহ দুই ব্যক্তিকে রবিবার( ২১ মে)সকালে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
সংবাদটি শেয়ার করুন