মোঃ জাহিদুল আলম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশ চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সহ দুই আসামিকে গ্রেফতার করেছে ।
গ্রেফতার মো: কামাল (২৪) এবং আলী হোসেন (২২) নেত্রকোনা কেন্দুয়া থানার নোয়াদিয়া গ্রামের গন্ধবপুর এলাকার মৃত আমান মিয়ার ছেলে এবং মো. সোহেল মিয়া ওরফে সুবেল (৩৪) হত্যা মামলার ১ নং ও ৩ নং এজাহারভুক্ত আসামি।
সোমবার ( ৫ জুন) কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম এ তথ্য জানান।তিনি বলেন, রবিবার( ৪ জুন) কেন্দুয়া থানার এস আই তাপস বনিক এর নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকায় অভিযান চালিয়ে আসামি আপন দুই ভাই মো: কামাল ও আলী হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতার মো: কামাল ও আলী হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। হত্যাকান্ডের পর আইনের হাত থেকে বাঁচার জন্য তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।গ্রেফতারকৃত দুই আসামি কে সোমবার (৫ জুন) নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিহত মো: সোহেলের ভাই রুবেল মিয়া বাদী হয়ে ১ নং আসামি মো: কামাল ৩ নং আসামি আলী হোসেন সহ আটজনকে আসামি করে ২৪/০৩/২০২৩ সালে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০।
প্রসঙ্গত নোয়াদিয়া গ্রামের সোহেল মিয়ার বড় ভাই আনিস মিয়ার সঙ্গে একই গ্রামের আমান মিয়ার ছেলে আলী হোসেন ও কামাল মিয়ার আগেই পূর্বশত্রুতা ছিল। এরই মধ্যে সোমবার(২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় বাজারে মানিক মিয়ার দোকানে ক্যারম খেলা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে দুপক্ষ মারামারিতে জড়ালে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন সোহেল মিয়া পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদটি শেয়ার করুন