মোঃ জাহিদুল আলমকেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় নামি-দামী ব্র্যান্ডের মোড়কে কেমিক্যাল ও রঙ দিয়ে তৈরি হচ্ছে নকল ম্যাংগো জুস ও আইসস্কোপ এবং বিক্রি করছে বাজারে।
শুক্রবার(২মে)বিকেলে উপজেলার ১২ নং রোয়াইবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি টিন সেট ঘরে বিভিন্ন কেমিক্যাল ও রঙ মিশিয়ে তৈরি করা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ম্যাংগো জুস ও আইসস্কোপ।
সে সময় জুস তৈরির কাজ করছিলেন তাজুল মিয়া। তিনি জানান, তাদেরকে বিভিন্ন ব্যক্তি জুস তৈরিতে অর্ডার দেন। পরে তারা কেমিক্যাল ও রঙ মিশিয়ে মেশিনের মাধ্যমে ম্যাংগো জুস ও আইসস্কোপ তৈরি করে সাপ্লাই দিয়ে থাকেন। নিজেরা মার্কেটে জুস বিক্রি করেন না।
জুস তৈরিতে তাদের বৈধ কাগজপত্র বা সরকার কর্তৃক অনুমোদন আছে কি না তা জানতে চাইলে রিপন নামে একজন জানান, কাগজ হয়ে যাবে,আবেদন করেছি।
এ বিষয়ে শুক্রবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব হোসেন জানান, সরজমিনে গিয়ে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন