ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর পতন চেয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস :শিক্ষক বরখাস্ত

redtimes.com,bd
প্রকাশিত মে ২৪, ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ণ
কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর পতন চেয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস :শিক্ষক বরখাস্ত

মোঃ জাহিদুল আলমকেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পতন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে বরখাস্ত হয়েছেন মিজানুর রহমান নামে এক স্কুল শিক্ষক।

মঙ্গলবার (২৩ মে) বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি বৈঠকে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়।
মিজানুর রহমান পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুরুয়া গ্রামের বাসিন্দা।তিনি ভিপি নুরুল হক নুরুর দল “গণঅধিকার পরিষদ” রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছ।

গত ২১ মে(  রবিবার)  তার ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “আগে শেখ হাসিনার পতন, তারপর জাতীয় নির্বাচন ” লিখে স্ট্যাটাস দেয়ার সাথে সাথে বিষয়টি ভাইরাল হয়। এই আপত্তিকর স্ট্যাটাস দেখে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুর রহমান গত ২১ মে( রবিবার)  তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ ফেইসবুক একাউন্ট থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে কটাক্ষমূলক পোস্ট করায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।বিষয়টি নিয়ে আজ বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি বৈঠকে বসেন। তার কর্মকান্ডের বিষয়ে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণ করে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিঘ্রই তাকে পত্র মারফত বিষয়টি জানানো হবে বলেও জানান প্রধান শিক্ষক।

অপরদিকে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু বলেন বেশ কিছুদিন যাবত তিনি বিভিন্ন নেগেটিভ কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বলে শুনেছি।এবার   প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিরুদ্ধে তিনি যে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন তা দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। আমরা মঙ্গলবার(২৩ মে) বিকালে ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীদের সাথে আলোচনা করে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান জানান,এটা মনে অৎান্তে হয়ে গেছে, বিষয়টি নিয়ে খুব বিপাকে আছি। এই সময়ে তার আইডিটা হ্যাক হয়েছিল বলেও দাবী করেন তিনি। ভিপি নুরুল হক নুরুর দল “গণঅধিকার পরিষদ”এর রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031