২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩
মোঃ জাহিদুল আলম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ মে) দুপুরে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে সভায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো : ফয়েজ আহমেদ।
কেন্দুয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো: জাকির আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) রাজিব হোসেন, সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল হুসাইন মোহাম্মদ ফারাবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইঁয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশের সভাপতি কামরুল হাসান ভুইঁয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com