মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কদুপুর ক্রিকেট ক্লাবের (কেসিসি) মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল আসরে স্বাগতিক কেসিসি ক্রিকেট ক্লাবকে ১০৫ রানে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গলের আনবিটেন ক্রিকেট ক্লাব। সোমবার (১১ ফেব্র“য়ারি) বিকাল ৩টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিকদের বিপক্ষে ১০১ রানের টার্গেট নিয়ে মাঠের লড়াইয়ে নামে শ্রীমঙ্গল আনবিটেন ক্লাব। খেলার শেষ পর্যায়ে ১২ ওভারে ১০৫ রানে জয় পায় শ্রীমঙ্গল আনবিটেন ক্লাব।
খেলা শেষে মাসব্যাপী আয়োজিত টুর্নান্টের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে পুরুস্কার বিতরণীর আয়োজন করা হয়। পুরুস্কার বিতরনীর পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাউর রহমান।
১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কেসিসি ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ময়নু হোসেন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেসিসির উপদেষ্ঠা হাজী আবু তাহির, কদুপুর ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোশারফ টিটু প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ২০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Web Design by: SuperSoftIT.com