সংসদ সদস্য কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় অবশেষে তৎপর হয়েছে পুলিশ । তারা বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে ।
গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হবিগঞ্জের পুলিশ ঢাকার পুলিশের সহযোগিতায় ঢাকার কদমতলী থেকে তাদের গ্রেপ্তার করে।
গত ১০ নভেম্বর হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে কেয়ার একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় তারা মিয়া, তার গাড়িচালক জসিম উদ্দিন ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদকে আসামি করে মামলা করা হয়।
এদের মধ্যে শুধু গাড়িচালক জসিম উদ্দিনকে আগে গ্রেপ্তার করা হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন